ভাঙা খেলনায় ঝুঁকিতে শিশুরা  

সংস্কারে আমূল বদলে গেছে রাজধানীর পুরান ঢাকার ধূপখোলা মাঠ। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সংস্কারের বছর না পেরোতেই মাঠে শিশুদের জন্য বসানো খেলার সামগ্রীগুলো ভেঙে গেছে। সেখানে ঝুঁকিপূর্ণভাবেই খেলছে স্থানীয় শিশুরা। ছবিগুলো ১০ মার্চ শুক্রবার তোলা।

১ / ৭
প্লাস্টিকের স্লাইডারের পাটাতন ভেঙে রয়েছে।
২ / ৭
গোলাকার স্লাইডারের এক অংশ ভেঙে গেছে।
৩ / ৭
ভাঙা স্লাইডারে ঝুঁকি নিয়ে খেলছে স্থানীয় এক শিশু।
৪ / ৭
দোলনার বসার অংশের এক দিকের শিকল নেই, তাতেই ঝুলে দুলছে এক কিশোর।
৫ / ৭
দোলনার আরেকটি পুরোটাই ভেঙে যাওয়ায় শিকল মুড়িয়ে রাখা হয়েছে।
৬ / ৭
সি স খেলার তিনটি রাইডের মাঝেরটির হাতল ভাঙা থাকায় সেখানে বসে না শিশুরা।
৭ / ৭
ফোয়ারার জন্য বানানো স্থাপনাটি দীর্ঘদিন অচল রয়েছে।