অযত্ন-অবহেলায় প্রত্নতাত্ত্বিক পাথর

বাংলাদেশের একটি প্রাচীন স্থান পাথরঘাটা। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় এই গুরুত্বপূর্ণ প্রত্নস্থলটি অবস্থিত। প্রত্নস্থলটির মোট আয়তন প্রায় ৯ বর্গকিলোমিটার বলে স্থানীয় সূত্রে জানা যায়। তবে পাথরঘাটার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণে কোনো উদ্যোগ নেই। এগুলো অযত্ন-অবহেলায় পড়ে আছে। এ নিয়ে ছবির গল্প।

১ / ১২
স্থানীয় তুলসীগঙ্গা নদীর তীরে পড়ে আছে প্রত্নতাত্ত্বিক পাথর
২ / ১২
নদীর স্বচ্ছ পানিতে ফুটে উঠেছে প্রত্নতাত্ত্বিক পাথরের সৌন্দর্য
৩ / ১২
প্রায় আট ফুট লম্বা একটি পাথর পড়ে আছে
৪ / ১২
পাথরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী
৫ / ১২
অযত্নে পড়ে আছে একটি বড় পাথর
৬ / ১২
নদীর তীরে ছড়িয়ে আছে বড় বড় পাথর
৭ / ১২
সেতুর ধারে নকশা করা পাথর
৮ / ১২
এলাকার বিভিন্ন স্থানে পাথর ছড়িয়ে আছে
৯ / ১২
তুলসীগঙ্গা নদীর ধারে পড়ে আছে বড় আকৃতির পাথর
১০ / ১২
পাথরের গায়ে রয়েছে নকশা
১১ / ১২
নকশা করা আরেকটি পাথর
১২ / ১২
অযত্ন-অবহেলায় পড়ে আছে পাথর