চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের আনন্দ-উল্লাস
চট্টগ্রামের ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কে সোমবার বসে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মিলনমেলা। এই উৎসবের মধ্য দিয়ে সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আবার শুরু হলো জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। শিক্ষার্থীদের সাফল্যের আনন্দ উদ্যাপনে এই উৎসবে পার্কের মঞ্চে হাজির হন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও অভিনেতা আফরান নিশো। তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন। মঞ্চে তাঁদের দেখে শিক্ষার্থীরা বাঁধাভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ে। চারদিক ‘নিশো’ ও ‘মেহজাবীন’ ধ্বনিতে মুখর হয়।