ডুমুরিয়ার মৃৎশিল্পের কারিগরেরা
খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের রানাই গ্রামে ৩০ বছর আগে ৫০ থেকে ৬০টি পরিবার মৃৎশিল্পের কাজ করত। তবে নতুন প্রজন্মের মধ্যে এ শিল্পের প্রতি আগ্রহ কমে গেছে। তা ছাড়া মাটির জিনিসের ব্যবহার কমে যাওয়ায় শিল্পে ভাটা পড়েছে। এখন গ্রামটির ৭ থেকে ১০টি পাল পরিবারের সদস্যরা মাটির জিনিসপত্র তৈরির কাজ করেন। পালপাড়ার সেসব মানুষের কাজ করার ছবি নিয়ে এই ছবির গল্প তৈরি করা হয়েছে।