মাটির হাঁড়ি তৈরির ধুম
করতোয়া নদীর তীরে ডেমাজানী গ্রাম। সেখানে বংশপরম্পরায় পাল সম্প্রদায়ের মানুষ বাস করে আসছেন। এখন তাঁদের সংখ্যা দেড় শতাধিক। বছরজুড়েই তাঁরা মাটির তৈরি বাহারি তৈজসপত্র, হাঁড়িপাতিল, দইয়ের সরা, শিশুর খেলনা ও শীতে মৌসুমে বাহারি নকশার পিঠার ছাঁচ তৈরি করেন। তবে দিন দিন মাটির তৈরি তৈজসপত্রের চাহিদা কমে যাচ্ছে। তার পরও পূর্বপুরুষদের এই পেশা আঁকড়ে বেঁচে থাকার প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন তাঁরা। নিপুণ হাতে এই হাঁড়িপাতিল গড়ার কয়েকটি ছবি নিয়ে সাজানো এই গল্প।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০