দিনভর বৃষ্টি ও দুর্ভোগ

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। ঢাকা বিভাগসহ দেশের চার বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। দিনভর দফায় দফায় বৃষ্টিতে দুর্ভোগে পড়ে মানুষ। বৃষ্টি ও জনদুর্ভোগ নিয়ে এবারের ছবির গল্প।

১ / ১০
ঝিরিঝিরি বৃষ্টিতে প্লাস্টিকে ঢেকে ব্যাটারিচালিত ভ্যানে চড়ে গন্তব্যে যাচ্ছেন কয়েকজন। বলদিপুকুর, মিঠাপুকুর, রংপুর,৩১ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
২ / ১০
বিদ্যালয়ে যাওয়ার পথে বৃষ্টি থেকে রক্ষা পেতে এক ছাতার নিচে কয়েকটি শিশু। সিঙ্গেরদোলা, মিঠাপুকুর, রংপুর,৩১ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১০
বৃষ্টিতে বেহাল ফরিদপুর শহরের পশ্চিম গোয়ালচট ২ নম্বর সড়ক। চলাচলে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। পশ্চিম গোয়ালচামট, ফরিদপুর, ৩১ জুলাই
ছবি: আলীমুজ্জামান
৪ / ১০
বৃষ্টি থেকে শিশুসন্তানকে আড়াল করার চেষ্টা মায়ের। শাহবাগ, ঢাকা, ৩১ জুলাই
ছবি: তানভীর আহাম্মেদ
৫ / ১০
সকাল থেকেই নেমেছে বৃষ্টি। এর মধ্যেই ছাতা মাথায় বিদ্যালয়ের পথে শিক্ষার্থীরা। কোমরপুর, ফরিদপুর, ৩১ জুলাই
ছবি: আলীমুজ্জামান
৬ / ১০
বয়রা থেকে গোয়ালখালী সড়কটিতে বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতার। এতে ভোগান্তিতে পড়তে হয় চলাচলকারীদের। নৌ ফাউন্ডেশন মার্কেট এলাকা, খুলনা, ৩১ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১০
বৃষ্টির মধ্যে ছাতা মাথায় ক্রেতার অপেক্ষায় সবজি বিক্রেতা। পোর্ট রোড, বরিশাল নগর, ৩১ জুলাই
ছবি: সাইয়ান
৮ / ১০
সকাল থেকেই দফায় দফায় অঝোরে নামে বৃষ্টি। বাইরে চলাচলে বিপাকে পড়েন লোকজন। মাইকেল সড়ক, বগুড়া, ৩১ জুলাই
ছবি: সোয়েল রানা
৯ / ১০
মহাসড়কে তিন চাকার যান চলাচল এমনিতেই নিষিদ্ধ। তার ওপর বৃষ্টি আসায় পলিথিন মুড়িয়ে চলছে আরও ঝুঁকিপূর্ণভাবে। ক্যালিকো কটনমিল এলাকা, ঢাকা-পাবনা মহাসড়ক, পাবনা, ৩১ জুলাই
ছবি: হাসান মাহমুদ
১০ / ১০
বৈরী আবহাওয়ার কারণে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যেই নৌকায় করে ফেরিতে যাত্রী তুলতে দেখা গেছে। ভোলা, ৩১ জুলাই
ছবি: নেয়ামতউল্যাহ