চরের গরুর দুধ নিয়ে খেয়া পারাপার
যমুনার চরাঞ্চলের মানুষ ভোরের আলো ফুটতেই দুধের বালতি হাতে পথে নামেন। কৃষি আর গবাদিপশুনির্ভর এই জনপদের জীবিকা চলে নদীর স্রোতের মতোই স্বাভাবিক ছন্দে—গরু চরানো, দুধ দোহন আর খেয়া পার হয়ে হাটে পৌঁছানো। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন চর থেকে প্রতিদিনই নারী–পুরুষেরা গরুর দুধ নিয়ে ছোটেন খেয়াঘাটে। নদীর ওপারে হাট, সেখানে পৌঁছাতে হবে আগে। চরাঞ্চলে লালন–পালন করা গরুর দুধ আর খেয়া পারাপার নিয়ে এই ছবির গল্প।
১ / ৭
২ / ৭
৩ / ৭
৪ / ৭
৫ / ৭
৬ / ৭
৭ / ৭