কত রকম ফানুস

ফানুস ওড়ানোর মধ্য দিয়ে প্রতিবছরের মতো এ বছরও বৌদ্ধধর্মাবলম্বীরা প্রবারণা পূর্ণিমা উৎসব উদ্‌যাপন করেছেন। দিনভর নানা অনুষ্ঠানের পাশাপাশি সন্ধ্যা নামতেই রংবেরঙের ফানুস আকাশে ওড়ানো হয়। চট্টগ্রাম নগরে গতকাল সন্ধ্যায় নন্দনকানন বৌদ্ধমন্দিরের সামনে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রংবেরঙের ফানুস নিয়ে ছবির গল্প

১ / ৯
কেরোসিন দিয়ে মশাল জ্বালানো হচ্ছে
২ / ৯
হাজারো ভক্তের সমাগম দেখা যায়
৩ / ৯
আগুন দিয়ে ফানুস ফোলানো হয়
৪ / ৯
বিভিন্ন ধরনের ফানুস ওড়ানো হয়
৫ / ৯
আতশবাজি ফোটানো হয়
৬ / ৯
চারদিকে ফানুস আর ফানুস
৭ / ৯
মস্ত ফানুস ওড়ানো হয়
৮ / ৯
বিভিন্ন রঙের বাজি ফোটানো হয়
৯ / ৯
আকাশে উড়ছে ফানুস