রাজধানীতে বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগ

সকাল থেকেই ছিল মেঘলা আকাশ। বেলা ১১টায় শুরু হয় অঝোর ধারায় বৃষ্টি। জরুরি কাজে বের হওয়া মানুষেরা পড়েন বিপাকে। ভিজে ভিজে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায় অনেককে। দফায় দফায় ভারী বর্ষণে বিভিন্ন সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে দুর্ভোগ আরও বাড়ে চলাচলকারীদের। ছবিতে আজ মঙ্গলবার ঢাকার বিভিন্ন এলাকার চিত্র:

১ / ৭
ঝুম বৃষ্টি ও ঝোড়ো বাতাসে ছাতা ধরে রাখাই কঠিন। পুলিশ প্লাজার সামনে, হাতিরঝিল
ছবি: জাহিদুল করিম
২ / ৭
টানা বৃষ্টিতে বিপাকে পড়েন চলাচলকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
ছবি: তানভীর আহাম্মেদ
৩ / ৭
বৃষ্টিতে তলিয়ে যাওয়া সড়কে চলাচলে দুর্ভোগে নগরবাসী। পল্টন এলাকায়
ছবি: দীপু মালাকার
৪ / ৭
জলাবদ্ধ সড়কে চলছে যানবাহন। ইন্দিরা রোড এলাকায়
ছবি: সাজিদ হোসেন
৫ / ৭
গাড়ি চলার সময় সড়কে জমে থাকা পানির ঢেউ আছড়ে পড়ছে ফুটপাতে। ঢেউয়ের পানি থেকে বাঁচার চেষ্টা পথচারীদের। নিউমার্কেট এলাকায়
ছবি: মীর হোসেন
৬ / ৭
জলাবদ্ধতার কারণে গন্তব্যে যেতে দুর্ভোগে পড়েন চলাচলকারীরা। নিউমার্কেট এলাকায়
ছবি: মীর হোসেন
৭ / ৭
বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে সৃষ্টি হয় যানজট। বেলা তিনটার দিকে গুলশান–২ নম্বর সার্কেল এলাকায়
ছবি: জাহিদুল করিম