রসালো লিচু

পদ্মাপাড়ের জেলা ফরিদপুরে লিচুর আবাদ দিন দিন বাড়ছে। এবারের মৌসুমে জেলার সদর উপজেলার সদরদী ও মধুখালী উপজেলার জাহাপুরে লিচুর বেশ ভালো ফলন হয়েছে। বাগানগুলোয় এখন লিচু তোলা আর হাটে পাঠানোর কাজে ব্যস্ত সময় পার করছেন বাগানিরা। ফরিদপুরের লিচু নিয়ে এই ছবির গল্প—

১ / ৯
বাগানে গাছে থোকায় থোকায় ঝুলে আছে লিচু
২ / ৯
গাছ থেকে ঝুড়ি ভরে লিচু পাড়া হচ্ছে
৩ / ৯
লিচু সংগ্রহের কাজে বাগানে বানানো হয়েছে অস্থায়ী ঘর
৪ / ৯
গাছ থেকে পেড়ে আনা লিচু দিয়ে আঁটি বাঁধছেন নারী-পুরুষেরা
৫ / ৯
বাগানের পাশে রাস্তার ধারে বিক্রি হচ্ছে লিচু
৬ / ৯
পাইকারি হাটে লিচু বিক্রি করছেন বাগানিরা
৭ / ৯
পাইকারি হাটে বিক্রির আগে ক্রেতাদের লিচুর আঁটি দেখানো হচ্ছে
৮ / ৯
বিক্রির জন্য ঝুড়ি ভরে রাখা হয়েছে লিচু
৯ / ৯
হাট থেকে লিচু কেনার পর ব্যাটারিচালিত ইজিবাইকে সাজিয়ে রাখছেন খুচরা বিক্রেতারা