স্টিলের আসবাবের চাহিদা বাড়ছে

কাঠের বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে স্টেইনলেস স্টিলের (এসএস) আসবাব। মজবুত, টেকসই ও দামে সাশ্রয়ী হওয়ায় দিন দিন বাড়ছে এ শিল্পের চাহিদা। স্টিলের খাট, সোফা, আলনা, খাটিয়া, দরজা-জানালা, এমনকি শিশুদের খেলনা তৈরিতে গড়ে উঠছে ছোট ছোট কারখানা। কারখানার ভেতর থেকে বাজার আর ব্যবহার পর্যন্ত—স্টেইনলেস স্টিল শিল্পের কিছু ঝলক ধরা পড়েছে এই ছবির গল্পে।

১ / ৯
দোকানে সাজানো স্টেইনলেস স্টিল বক্স ও রাউন্ড পাইপ
২ / ৯
পণ্য তৈরির জন্য পাইপ বাঁকানো হচ্ছে
৩ / ৯
এভাবে স্টিলের পাইপ বাঁকিয়ে তৈরি করা হয় নানা পণ্য
৪ / ৯
কারখানায় চলছে স্টিলের পণ্য তৈরির কাজ
৫ / ৯
কারখানার স্টোরে তৈরি করা ডিজাইন পোল
৬ / ৯
কারখানা তৈরি করা হচ্ছে বাসার জন্য স্টিলের ফটক
৭ / ৯
ভবনে শোভা পাচ্ছে স্টিলের বেলকনি
৮ / ৯
বিদ্যালয়ের মাঠে স্থাপন করা হয়েছে এসএস পাইপের তৈরি শিশুদের খেলনা
৯ / ৯
কারখানায় তৈরি করে রাখা হয়েছে লাশের খাটিয়া