ইলিশ নিয়ে ব্যস্ততা

সাগরে জেলেদের জালে ধরা পড়ে রুপালি ইলিশ। ট্রলার থেকে টুকরিতে ভরে সেই মাছ আনা হয় তীরে। সেখান থেকে চলে যায় পাইকারি বাজারে। বাছাইয়ের পর ইলিশ বিক্রি হয়। পরে প্যাকেটজাত করে সেই ইলিশ বিক্রির জন্য চলে যায় দেশের বিভিন্ন জায়গায়। এভাবেই ইলিশকে ঘিরে ব্যস্ত সময় কাটান সাগরপার থেকে শুরু করে পাইকারি বাজারের মানুষেরা। সম্প্রতি চট্টগ্রাম নগরের রাসমণি ঘাট ও ফিশারিঘাট এলাকা ঘুরে ছবিগুলো তোলা—

১ / ১০
সকালবেলা ইলিশ নিয়ে ঘাটে ভিড়েছে সারি সারি ট্রলার। সেখান থেকে টুকরিতে ভরে ইলিশ মাছ বাজারে আনতে ব্যস্ত হয়ে পড়েছেন শ্রমিকেরা
ছবি: জুয়েল শীল
২ / ১০
ইলিশের টুকরি কাঁধে নিয়ে ঘাটে আসছেন একজন শ্রমিক
ছবি: জুয়েল শীল
৩ / ১০
বিক্রির আগে পরপর সাজিয়ে রাখা হচ্ছে ইলিশভরা টুকরি
ছবি: জুয়েল শীল
৪ / ১০
আকারভেদে ইলিশ মাছ বাছাইয়ের কাজ চলছে
ছবি: সৌরভ দাশ
৫ / ১০
বিক্রির জন্য বাজারে নেওয়া হচ্ছে ইলিশ
ছবি: সৌরভ দাশ
৬ / ১০
বিক্রির পর ইলিশের প্যাকেট প্রস্তুত। প্যাকেটের গায়ে রং দিয়ে লেখা হচ্ছে ব্যবসায়ীর নাম
ছবি: সৌরভ দাশ
৭ / ১০
হাতে নিয়ে ইলিশ দেখাচ্ছেন এক ব্যবসায়ী
ছবি: সৌরভ দাশ
৮ / ১০
ইলিশের প্যাকেটে বরফ দেওয়ার আগে তা টুকরা করছেন একজন
ছবি: সৌরভ দাশ
৯ / ১০
ইলিশের টুকরির ওপর ছড়িয়ে দেওয়া হচ্ছে টুকরা করা বরফ
ছবি: সৌরভ দাশ
১০ / ১০
দেশের বিভিন্ন জায়গায় বিক্রির জন্য ট্রাকে তোলা হচ্ছে ইলিশ
ছবি: সৌরভ দাশ