বনবিবির আরাধনা
প্রতিবছর পয়লা মাঘের শুভলগ্নে বাওয়ালি, মৌয়াল আর জেলেরা বনবিবির চরণে আরজি জানান যেন গহিন জঙ্গল থেকে তাঁরা অক্ষত শরীরে আপনজনের কাছে ফিরতে পারেন। সুন্দরবন উপকূলের মানুষের বিশ্বাস, বনবিবি অরণ্যের দেবী। বাঘ, কুমিরসহ সব হিংস্র প্রাণী তাঁর অনুগত। তাই প্রতিবছর মাঘ মাসের প্রথম সপ্তাহে কয়রার সুন্দরবনঘেঁষা গ্রামগুলোতে হয় বনবিবির পূজা ও মেলা। খুলনার দাকোপ উপজেলার ঢাংমারিতে বনবিবির আরাধনার ছবি নিয়ে এবারের ছবির গল্প।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০