বর্ষায় ব্রহ্মপুত্রের পাড়ে

অপরূপ সৌন্দর্য নিয়ে হাজির হয় বর্ষা। বর্ষাকালে বৃষ্টিতে চারপাশের পরিবেশ সবুজে-শ্যামলে ভরে ওঠে। গাছপালা নতুন করে প্রাণ ফিরে পায়। প্রকৃতি যেন নতুন রূপে সেজে ওঠে। ব্রহ্মপুত্র–বিধৌত ময়মনসিংহে বর্ষার প্রকৃতির ছবিগুলো সম্প্রতি তোলা-

১ / ৯
২ / ৯
কাঁটাগাছে ফুলের সৌন্দর্য।
৩ / ৯
ব্রহ্মপুত্রের জলে ভাসছে সারি সারি পালতোলা ডিঙিনৌকা।
৪ / ৯
বড় হচ্ছে কাশগাছ। আর কয় দিন পর ফুলে ফুলে ভরে উঠবে কাশবন।
৫ / ৯
সবুজ পাতার ফাঁকে ফুটে আছে হলদে কাঁকরোল ফুল।
৬ / ৯
বাতাসে দোল খাচ্ছে ঘাসফুলগুলো।
৭ / ৯
স্নিগ্ধ জারুল ফুল।
৮ / ৯
ভেসে চলেছে পালতোলা নৌকা।
৯ / ৯
মেঘলা আকাশ, নৌকা আর ফুলে মিলে বর্ষার সৌন্দর্য।