জামদানি তৈরি
মিহি জমিনে সূক্ষ্ম নকশায় তৈরি ঐতিহ্যবাহী জামদানি শাড়ির চাহিদা শুধু দেশে নয়, বিদেশেও। রাজধানী ঢাকা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে শীতলক্ষ্যার তীর ঘেঁষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামে অবস্থান বিসিক জামদানি শিল্পনগরীর। এখানে জামদানির কারিগরেরা তৈরি করছেন জামদানি শাড়ি। জামদানি শাড়ি নকশা ভেদে তৈরি করতে সময় লাগে ৭ দিন থেকে ৩ মাস, দাম হয় ১২০০ টাকা থেকে লাখ টাকা। নারায়ণগঞ্জের নোয়াপাড়া বিসিক শিল্পনগরী এলাকায় জামদানি তৈরির কার্যক্রম নিয়ে ছবির গল্প
১ / ৭
২ / ৭
৩ / ৭
৪ / ৭
৫ / ৭
৬ / ৭
৭ / ৭