জামদানি তৈরি

মিহি জমিনে সূক্ষ্ম নকশায় তৈরি ঐতিহ্যবাহী জামদানি শাড়ির চাহিদা শুধু দেশে নয়, বিদেশেও। রাজধানী ঢাকা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে শীতলক্ষ্যার তীর ঘেঁষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামে অবস্থান বিসিক জামদানি শিল্পনগরীর। এখানে জামদানির কারিগরেরা তৈরি করছেন জামদানি শাড়ি। জামদানি শাড়ি নকশা ভেদে তৈরি করতে সময় লাগে ৭ দিন থেকে ৩ মাস, দাম হয় ১২০০ টাকা থেকে লাখ টাকা। নারায়ণগঞ্জের নোয়াপাড়া বিসিক শিল্পনগরী এলাকায় জামদানি তৈরির কার্যক্রম নিয়ে ছবির গল্প

১ / ৭
জামদানির শাড়িতে ব্যবহৃত সুতার জন্য রং প্রস্তুত করা হচ্ছে
২ / ৭
রং তৈরি হলে চৌবাচ্চায় রঙে সুতা ভিজিয়ে সুতায় রং করা হয়
৩ / ৭
৩। চৌবাচ্চায় কিছু সময় সুতা ভিজিয়ে রেখে সুতায় রং ধরানো হয়
৪ / ৭
জামদানি শাড়ি প্রস্তুত করছেন কারিগর ও হারকিত। প্রতিটি জামদানি শাড়ি প্রস্তুত করতে প্রয়োজন হয় দুজন মানুষের, একজন কারিগর ও একজন হারকিত (সাহায্যকারী)
৫ / ৭
জামদানি শাড়ি তৈরিতে ব্যবহৃত মাকু ও চাটা।
৬ / ৭
নিখুঁত কাজে অপরূপ নকশা ফুটিয়ে তোলা হচ্ছে জামদানি শাড়িতে
৭ / ৭
জামদানি শাড়িতে ভাঁজ না আসার জন্য ভাতের মাড় দেওয়া হয়