জমা পানিতে বাড়ে এডিস মশা

ডেঙ্গুর বাহক এডিস মশা। জমে থাকা পরিষ্কার পানিতে জন্মায় এই মশা। এই রোগ থেকে রক্ষার জন্য চাই সচেতনতা। কারণ, অনেক সময় ঘর বা এর চারপাশ থেকেই জন্ম নিতে পারে এডিস মশা। বিশেষ করে গাছের টবে জমে থাকা পানি, বালতিতে রাখা অব্যবহৃত পানি, বিভিন্ন জায়গায় জমে থাকা পানি এডিস মশার জন্মের কারণ হয়ে দাঁড়াতে পারে। ছবিগুলো গতকাল বৃহস্পতিবার তোলা।

১ / ৮
ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৪ অফিসের সামনে পড়ে থাকা পিকআপে জমে আছে পানি।
২ / ৮
পরিষ্কার এই পানিতেই এডিস মশা জন্ম নিতে পারে।
৩ / ৮
অপ্রয়োজনীয় পাত্রে জমে থাকা পানিও এই মশার উৎস।
৪ / ৮
বৃষ্টির পানি জমে আছে একটি ঢাকনায়। এতেই বাড়তে পারে এডিস মশা।
৫ / ৮
গাছের গোড়ায় জমে আছে বৃষ্টির পানি। কয়েক দিন জমে থাকলেই সেখানে জন্ম নিতে পারে এডিস মশা।
৬ / ৮
রাজধানীর মহাখালীর ঢাকা উত্তর সিটি করপোরেশন অঞ্চল-৩ অফিস প্রাঙ্গণে টব হিসেবে ব্যবহারে জন্য রাখা পাত্রে বৃষ্টির পানি জমে আছে।
৭ / ৮
জমে থাকা বৃষ্টির পানিতে জন্ম নিচ্ছে মশার লার্ভা।
৮ / ৮
রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় মশার কামড় থেকে বাঁচতে দিনের বেলায় মশারি টানিয়ে ঘুমাচ্ছেন এক ব্যক্তি।