সরকারি শিশু পরিবারের ভবনটি জরাজীর্ণ
চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদ এলাকায় অবস্থিত সরকারি শিশু পরিবারের (বালক) থাকার ভবনটি এতই জরাজীর্ণ যে সেখানে হাঁটতেও ভয় হয়। দেয়ালের বিভিন্ন অংশে পলেস্তারা খসে বের হয়ে আছে মরিচা ধরা রড। এর মধ্যেই ঝুঁকি নিয়ে বসবাস করছে শিক্ষার্থীরা। এক শিক্ষার্থী বলে, ‘মানুষ নিচের দিকে তাকিয়ে হাঁটে। আর আমরা ওপরের দিকে তাকিয়ে হাঁটি। ছাদের পলেস্তারা কখন খসে পড়বে, তার তো ঠিক নেই।’ ২০১৭ সালের ২৪ ফেব্রুয়ারি গণপূর্ত বিভাগ শিশু পরিবারটির পাঁচতলা ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে। কিন্তু অন্য কোথাও জায়গা না হওয়ায় সেখানেই থাকতে হচ্ছে শিশুদের।