চট্টগ্রামে গণিত উৎসব

চট্টগ্রামের সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজ মাঠে বসেছিল চট্টগ্রাম আঞ্চলিক গণিত উৎসবের আসর। ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির এ আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল ডাচ্-বাংলা ব্যাংক ও ব্যবস্থাপনায় প্রথম আলো। কনকনে শীত উপেক্ষা করে উৎসবে চট্টগ্রাম ছাড়াও তিন পার্বত্য জেলা ও কক্সবাজার থেকে যোগ দেয় প্রায় ১ হাজার ৩০০ খুদে গণিতবিদ। সকালে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন আমন্ত্রিত শিক্ষাবিদ ও অতিথিরা। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নানা কৌতূহলী প্রশ্নে মুখর হয়ে ওঠে উৎসবের সমাপনী পর্ব। এসব নিয়েই আজকের ছবির গল্প।

১ / ১০
সকালে উৎসব প্রাঙ্গণে এসে নিজেদের আসন খুঁজে নিচ্ছে শিক্ষার্থীরা।
২ / ১০
বন্ধুসভার বন্ধুদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধন হয় উৎসবের।
৩ / ১০
সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে আছে খুদে শিক্ষার্থীরা।
৪ / ১০
রঙিন বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করছেন অতিথিরা।
৫ / ১০
গণিতের জটিল সব সমাধান মেলাতে মগ্ন শিক্ষার্থীরা।
৬ / ১০
প্রশ্নের উত্তর নিয়ে গভীর চিন্তায় এক খুদে গণিতবিদ।
৭ / ১০
পরীক্ষা শেষে পছন্দের বইয়ের খোঁজে স্টলে ভিড় জমিয়েছে অনেকে।
৮ / ১০
পরীক্ষা শেষের প্রশ্নোত্তর পর্বে অতিথিদের কাছে নিজের কৌতূহল তুলে ধরতে দৃষ্টি আকর্ষণ করছে এক শিক্ষার্থী।
৯ / ১০
কৃতী সন্তানের সাফল্যের মুহূর্ত ক্যামেরাবন্দী করছেন গর্বিত অভিভাবক।
১০ / ১০
উৎসবের বিজয়ীদের সঙ্গে অতিথিরা।