এসএমই পুরস্কার–২০২২

এসএমই উদ্যোক্তাদের স্বীকৃতি দিতে আইডিএলসি ফাইন্যান্স ও প্রথম আলোর উদ্যোগে দ্বিতীয়বারের মতো ‘আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার-২০২২’ দিয়েছে। রাজধানীর একটি হোটেলে সোমবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি তুলেছেন খালেদ সরকার ও দীপু মালাকার

১ / ১৭
অতিথিদের সঙ্গে পুরস্কার বিজয়ীরা
২ / ১৭
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা
৩ / ১৭
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
৪ / ১৭
উদ্যোক্তাদের উদ্দেশে বক্তৃতা করছেন আইডিএলসি ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন
৫ / ১৭
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন ডি রকস্টার শুভ
৬ / ১৭
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মাসুদুর রহমান
৭ / ১৭
বাণিজ্যমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিচ্ছেন উৎপাদনশিল্প খাতে বিজয়ী মাস্টার র‍্যাকস অ্যান্ড ফার্নিচারের আল-মামুন
৮ / ১৭
স্বাস্থ্য খাতে বিজয়ী ইজি লাইফ ফর বাংলাদেশের মোসাম্মাৎ বিউটি বেগমের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন টিপু মুনশি
৯ / ১৭
কৃষি খাতে সেরা উদ্যোক্তা হয়েছেন অর্গানিক চিকেনের মোহাম্মদ ইমরুল হাসান
১০ / ১৭
বাণিজ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিচ্ছেন শিক্ষা খাতে বিজয়ী টেন মিনিট স্কুলের আয়মান সাদিক
১১ / ১৭
তথ্যপ্রযুক্তি খাতে সেরা হয়েছেন নকরেক আইটি ইনস্টিটিউটের সুবীর নকরেক
১২ / ১৭
সেরা নারী উদ্যোক্তার পুরস্কার জিতেছেন শাবাব লেদারের মাকসুদা খাতুন
১৩ / ১৭
জুরিবোর্ডের সদস্য ছিলেন যাঁরা
১৪ / ১৭
পণ্য প্রদর্শনীর স্টল পরিদর্শন করছেন জুরিবোর্ডের সভাপতি নাজনীন আহমেদ
১৫ / ১৭
অতিথিদের সঙ্গে আইডিএলসি ফাইন্যান্সের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমান
১৬ / ১৭
আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছে আলিফিয়া স্কোয়াড
১৭ / ১৭
সঙ্গীত পরিবেশন করছে (বাঁ থেকে) রাজীব, রন্টি দাস, অনুপমা মুক্তি ও সাব্বির জামান।