ভূমিকম্পের পর হাসপাতালে আহাজারি–উৎকণ্ঠা

৫ দশমিক ৭ মাত্রার এক ভূমিকম্প কাঁপিয়ে দিল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। ঢাকা, নরসিংদী ও নারায়ণগঞ্জে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ, তাঁদের অনেককে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে হাসপাতালগুলোতে। তাঁদের স্বজনদের উৎকণ্ঠিত মুখের সঙ্গে নিহত ব্যক্তিদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ।

১ / ৯
ভূমিকম্পে আহত হয়েছেন এই ব্যক্তি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ৯
ভূমিকম্পে আহত একজনের চিকিৎসা চলছে, পাশে উৎকণ্ঠিত স্বজনেরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে
ছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী আশিক ভূমিকম্পের সময় হুড়োহুড়িতে আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
ছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ৯
ভূমিকম্পে হুড়োহুড়িতে আহত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে যান অনেকে। ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পক্ষাঘাত পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল)
ছবি: প্রথম আলো
৫ / ৯
পায়ে আঘাত পেয়েছেন তিনি, তাই প্লাস্টার করে দেওয়া হয়েছে। ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পক্ষাঘাত পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল)
ছবি: প্রথম আলো
৬ / ৯
ভূমিকম্পে নিহত এক শিশুর মরদেহ নিথর পড়ে আছে স্ট্রেচারে। চিকিৎসা নিয়ে ফিরছেন কেউ কেউ। ঢাকা মেডিকেলে কলেজের জরুরি বিভাগে
ছবি: শুভ্র কান্তি দাশ
৭ / ৯
ভাই আবদুর রহিম ও ভাতিজা আবদুল আজিজ রিমনকে হারিয়ে মো. নাসির ও মো. গোলাম মোস্তফার আহাজারি। মিটফোর্ড হাসপাতালে মর্গের সামনে
ছবি: দীপু মালাকার
৮ / ৯
ভূমিকম্পে কসাইটুলিতে ভবনের রেলিং ভেঙে ছেলে রাকেশ আঘাত পেয়েছেন মাথায়। জরুরি বিভাগে চিকিৎসা চলছে ছেলের। মা আরতি রানী কাঁদছেন বাইরে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
ছবি: শুভ্র কান্তি দাশ
৯ / ৯
পুরান ঢাকার কসাইটুলিতে ভবনের ছাদের রেলিং ধসে তিনজন নিহত হয়েছেন। তাঁদের মরদেহ শনাক্ত করছেন দুজনের স্বজন। মিটফোর্ড হাসপাতালের মর্গে
ছবি: দীপু মালাকার