কাঁকড়া চাষে সফলতা

চাকরি ছেড়ে খামার গড়ে তুলেছেন আবদুল্লাহ আল মামুন। যশোরের কেশবপুরের সাগরদাঁড়ির কপোতাক্ষ নদের তীরে ‘অ্যাকুয়া ক্র্যাব’ নামে কাঁকড়ার খামার গড়ে তুলেছেন। এর সঙ্গে বাগদা, গলদা, ভেনামি চিংড়ি চাষ করে সাফল্য পেয়েছেন তিনি। সম্প্রতি সফল এই উদ্যোক্তার কাঁকড়ার খামার ঘুরে ছবিগুলো তোলা—

১ / ১০
খামারের জলাশয়ে ভাসছে সারি সারি কাঁকড়ার খাঁচা
২ / ১০
খাঁচায় থাকা কাঁকড়া খোলস পাল্টেছে কি না, পরীক্ষা করে দেখছেন এক শ্রমিক
৩ / ১০
একেকটি খাঁচায় একটি করে কাঁকড়া রাখা হয়
৪ / ১০
খাঁচার ভেতর রয়েছে কাঁকড়া
৫ / ১০
খাঁচার ভেতর থেকে কাঁকড়া পা বের করেছে
৬ / ১০
কাঁকড়ার পরিচর্যায় ব্যস্ত কর্মীরা
৭ / ১০
কাঁকড়ার ওজন মেপে প্যাকেটজাত করা হচ্ছে
৮ / ১০
রপ্তানিযোগ্য কাঁকড়া ফ্রিজে সংরক্ষণ করছেন উদ্যোক্তা আবদুল্লাহ আল মামুন
৯ / ১০
খোলস পাল্টানোর পর নরম কাঁকড়া
১০ / ১০
মাছ ও পোলট্রির খাবার তৈরির উপকরণ হিসেবে ব্যবহারের জন্য রাখা হয়েছে কাঁকড়ার খোলস