শতবর্ষে বনমালী শিল্পকলা কেন্দ্র

পাবনার প্রাচীনতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান বনমালী ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল ৫ মার্চ, ১৯২৪ সালে। সেই হিসাবে আজ প্রতিষ্ঠানটির শতবর্ষপূর্তি হলো। পাবনার জমিদার রায়বাহাদুর বনমালী রায়ের দুই সন্তান ক্ষিতীশ রায় ও রাধিকা রায় সাংস্কৃতিক চর্চার প্রসার ও প্রেরণা দিতে ১৯২৪ সালে তাঁদের বাবার নামে প্রতিষ্ঠা করেন বনমালী রঙ্গমঞ্চ। পরে এর নামকরণ করা হয় বনমালী ইনস্টিটিউট। ভবনটি ব্যবহারের অনুপযোগী হলে সরকারি উদ্যোগে ২০০৯ সালে মিলনায়তনটির সংস্কার শুরু হয়, যা ২০১৫ সালে নতুন ভবনে বনমালী শিল্পকলা কেন্দ্র নামে নবযাত্রা শুরু করে। শতবর্ষ বনমালী বর্তমানে মুখর থাকে নাচগান, কবিতা, অভিনয় ও চিত্রকলার শিক্ষার্থীদের পদচারণে। প্রায় প্রতি শুক্রবার আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। শতবর্ষপূর্তি উপলক্ষে বনমালী শিল্পকলা কেন্দ্র মিলনায়তনে গত কয়েক বছর অনুষ্ঠিত কিছু আয়োজনের ছবি নিয়ে আজকের ছবির গল্প। ছবি: হাসান মাহমুদ

১ / ১২
বনমালী শিল্পকলা কেন্দ্রের ভবন। ৫ মার্চ, ২০২৪
২ / ১২
পাবনার নাট্যসংগঠন ড্রামা সার্কেল প্রযোজিত ‘কাল সকালে’ নাটকের একটি দৃশ্য। ১২ অক্টোবর, ২০১৮
৩ / ১২
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ পাবনা আয়োজিত ‘শরৎ-সন্ধ্যা’ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য। ১১ অক্টোবর, ২০১৯
৪ / ১২
‘মেঠো সুর’ লোকসংগীতের অনুষ্ঠানে গান ও নৃত্য। ২৫ অক্টোবর, ২০১৯
৫ / ১২
‘ছন্দের বন্যা’ নৃত্যানুষ্ঠানে নৃত্য পরিবেশন। ৬ ডিসেম্বর, ২০১৯
৬ / ১২
ঢাকার বটতলা প্রযোজিত ‘খনা’ নাটকের একটি দৃশ্য। ৩১ জানুয়ারি, ২০২০
৭ / ১২
করোনাকালে ‘জেগে উঠি শিল্পের টানে’ সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত নৃত্য। ১৩ নভেম্বর, ২০২০
৮ / ১২
গণশিল্পী সংস্থা পাবনার ‘শিকলভাঙার গান’ সংগীতানুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশন। ২১ অক্টোবর, ২০২২
৯ / ১২
রবীন্দ্রস্মরণ–সন্ধ্যায় শিশুদের কাব্যনাট্য পরিবেশনা। ১২ মে, ২০২৩
১০ / ১২
নৃত্যানুষ্ঠানে শিশু-কিশোরদের পরিবেশনা। ৮ ডিসেম্বর, ২০২৩
১১ / ১২
বাংলাদেশ পুলিশ থিয়েটারের ‘অভিশপ্ত আগস্ট’ নাটকের পর বনমালীর সভাপতি অঞ্জন চৌধুরীর ধন্যবাদ জ্ঞাপন। ২৩ সেপ্টেম্বর, ২০২৩
১২ / ১২
সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ শেষে শিল্পীদের সঙ্গে মহামান্য রাষ্ট্রপতির ফটোসেশন। ১৭ মে, ২০২৩