নগদ–কিআ কার্নিভ্যাল ২০২৩

নগদ–কিআ কার্নিভ্যাল ২০২৩। শিশু-কিশোরদের প্রিয় সাময়িকী কিশোর আলোর দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার দিনভর চলে এ আনন্দ-আড্ডা অনুষ্ঠান। নানা বিষয়ে কর্মশালা। রাজধানীর তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ছিল এ আয়োজন। কেবল তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির নিবন্ধিত কিশোর-কিশোরী, অভিভাবক, আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সকাল থেকেই শিশু-কিশোরেরা অনুষ্ঠানস্থলে আসতে থাকে। শুরু হয় খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে কিআ কার্নিভ্যাল। দিনব্যাপী ছিল লেখক, অভিনয়শিল্পী ও গুণীজনের সঙ্গে আনন্দ-আড্ডা-কর্মশালা। উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মশালা ও আড্ডায় অংশ নেয় শিক্ষার্থীরা। কিআ কার্নিভ্যালের কিছু চিত্র দিয়ে ছবির গল্প।

১ / ১৫
পায়রা উড়িয়ে কিআ কার্নিভ্যাল ২০২৩ উদ্বোধন।
২ / ১৫
নগদ–এর গেম শোতে অংশগ্রহণ করে পুরস্কার নিচ্ছে কিশোর আলোর পাঠক।
৩ / ১৫
মণিকুন্তলা সংগীত বিদ্যায়তনের পরিবেশনায় অনুষ্ঠান শুরু হয়।
৪ / ১৫
কিআ ফটো বুথে ছবি তোলে অংশগ্রহণকারী কিশোর-কিশোরীরা।
৫ / ১৫
শিশু–কিশোরদের আড্ডায় শামিল হন নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী এবং অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা ও চঞ্চল চৌধুরী।
৬ / ১৫
আড্ডায় প্রশ্ন করছে খুদে শিক্ষার্থী।
৭ / ১৫
মূল মঞ্চের সামনে হাত উঁচিয়ে করতালি দিচ্ছে শিক্ষার্থীরা।
৮ / ১৫
বিজ্ঞানচিন্তার স্টলের সামনে শিক্ষার্থীদের ভিড়।
৯ / ১৫
কিশোর আলোর দুই সহকারী সম্পাদক এবং সাবেক নির্বাহী সম্পাদক।
১০ / ১৫
দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইছেন কার্নিভ্যালে আসা শিক্ষার্থী ও অভিভাবকেরা।
১১ / ১৫
মানসুরা মুবাশ্বিরা ভেন্ট্রিলোকুইজম পরিবেশন করে।
১২ / ১৫
অপি করিম তাঁর মেয়ে রশ্মি রুয়াইদা করিমকে কোলে নিয়ে অটোগ্রাফ দিচ্ছেন।
১৩ / ১৫
কিশোর আলোর পাঠকদের সঙ্গে আড্ডায় অভিনেত্রী তাসনিয়া ফারিন।
১৪ / ১৫
বিটবক্সিংয়ে মঞ্চ মাতিয়ে তোলেন বিটমসফিয়ার–এর সদস্যরা।
১৫ / ১৫
অনুষ্ঠান শেষে কিশোর আলোর স্বেচ্ছাসেবক বাহিনী।