Login
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
খুঁজুন
ই-পেপার
Eng
Login
বাংলাদেশ
একঝলক (১৩ এপ্রিল, ২০২৫)
আপডেট: ১৩ এপ্রিল ২০২৫, ১৭: ৫৪
১ / ২৩
ফুটে রয়েছে নাগলিঙ্গম ফুল। বয়রা বন ভবন, খুলনা, ১৩ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
২ / ২৩
গাছে ঝুলতে থাকা কাঁঠাল খেতে এসেছে একটি কাঠবিড়ালি। হাফেজঘোনা, বান্দরবান, ১৩ এপ্রিল
ছবি: মংহাইসিং মারমা
৩ / ২৩
ঝোপে এসে বসেছে লালগলা মেলা পেঙা পাখি। শূকরছড়ি, রাঙামাটি, ১৩ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২৩
সড়ক বিভাজনে ফুটে রয়েছে রঙিন জারুল ফুল। ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক, ভাটিয়ারী, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১৩ এপ্রিল
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
৫ / ২৩
কাপ্তাই হ্রদে ধরা কাচকি ও চাপিলা মাছ বিক্রির জন্য ফিশারি কার্যালয়ে এনেছেন জেলেরা। কাঁঠালতলী, রাঙামাটি, ১৩ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২৩
পাহাড়ে বিজু উৎসব উপলক্ষে ‘পাজন’ রান্নার জন্য তরিতরকারি কাটছেন এক নারী। সাধনাপুর, রাঙামাটি, ১৩ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ২৩
চৈত্রসংক্রান্তিতে নীল পূজা ও উৎসব আয়োজন করেছেন নীল সন্ন্যাসীর দল। পালং, শরীয়তপুর, ১৩ এপ্রিল
ছবি: সত্যজিৎ ঘোষ
৮ / ২৩
ব্যস্ত সড়কে বাস থামিয়ে যাত্রী তোলা হচ্ছে। এতে ওই সড়কে যানজট লেগে রয়েছে। মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, খুলনা, ১৩ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ২৩
নববর্ষ সামনে রেখে বিদ্যালয় চত্বরে আলপনা আঁকছেন শিক্ষার্থীরা। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রংপুর, ১৩ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১০ / ২৩
বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য বানানো বিভিন্ন অনুষঙ্গে রং করছেন শিল্পীরা। শিল্পাচার্য জয়নুল আবেদিন চারুকলা ইনস্টিটিউট, ময়মনসিংহ, ১৩ এপ্রিল
ছবি: মোস্তাফিজুর রহমান
১১ / ২৩
শিশুদের জন্য বানানো দোলনা বিক্রি করতে যাচ্ছেন এক ব্যবসায়ী। দৈয়ারা, মুরাদনগর, কুমিল্লা, ১৩ এপ্রিল
ছবি: আবদুর রহমান ঢালী
১২ / ২৩
পয়লা বৈশাখ উপলক্ষে ইলিশের কেনাবেচা কম। আকারভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকায়। সিটি বাজার, রংপুর, ১৩ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২৩
মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব উপলক্ষে শোভাযাত্রা। রাজার মাঠ, বান্দরবান, ১৩ এপ্রিল
ছবি: মংহাইসিং মারমা
১৪ / ২৩
আগুনে পুড়ে যাওয়ার পর আনন্দ শোভাযাত্রার জন্য আবারও তৈরি করা হচ্ছে ‘ফ্যাসিবাদের প্রতিকৃতি’। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৩ এপ্রিল
ছবি: সাজিদ হোসেন
১৫ / ২৩
চৈত্রসংক্রান্তি উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় ঘুড়ি উৎসবের। খুলনা বিশ্ববিদ্যালয়, ১৩ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
১৬ / ২৩
তাপপ্রবাহে নষ্ট হচ্ছে খেতের বাঙ্গি। তাই খেতে পানি দিচ্ছেন কৃষক লাবলু শেখ। দেবীনগর, রামনগর, ফরিদপুর, ১৩ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১৭ / ২৩
বাঁশবাগানের ফাঁকে রুপালি চাঁদ। হাজারিখিল বন্য প্রাণী অভয়ারণ্য, ফটিকছড়ি, চট্টগ্রাম, ১২ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
১৮ / ২৩
পাট গবেষণা কেন্দ্রে বেড পদ্ধতিতে তোষা-৯ জাতের পাটের বীজ বপন করছেন এক ব্যক্তি। ব্রাহ্মণকান্দা, ফরিদপুর, ১৩ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১৯ / ২৩
সাধারণত বৈশাখ মাসে পুরোদমে শুরু হয় বোরো ধান কাটা। তবে অনেক এলাকায় এরই মধ্যে এই ধান কাটার কাজ শুরু হয়েছে। মালিগাছা, পাবনা, ১৩ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
২০ / ২৩
সংস্কৃতি মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমির আয়োজনে চৈত্রসংক্রান্তি উপলক্ষে ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ১৩ এপ্রিল
ছবি: জাহিদুল করিম
২১ / ২৩
চৈত্রসংক্রান্তির অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। বকুলতলা, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৩ এপ্রিল
ছবি: দীপু মালাকার
২২ / ২৩
বৈশাখী কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা, ১৩ এপ্রিল
ছবি: তানভীর আহাম্মেদ
২৩ / ২৩
‘অমৃত সে-বারি অনুরাগ নইলে কি যাবে ধরা’—লালন ফকিরের এই গান গেয়ে বাংলা উৎসবের উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ফকির মহররম শাহ। শিল্পকলা একাডেমি, ঢাকা, ১৩ এপ্রিল
ছবি: কবির হোসেন
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বাংলাদেশ
থেকে আরও দেখুন
একঝলক