উজানের ঢলে চরাঞ্চল ভাঙন

উজানের ঢলে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। পানির বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চরাঞ্চলে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে উদ্বিগ্ন হয়ে পড়েছে চরাঞ্চলে মানুষেরা। চরাঞ্চলে পাটের আবাদও রয়েছে। পরিপক্ব হওয়ার আগেই পাট কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এবারের যমুনার পানি বৃদ্ধিতে ভাঙনের কবলে পড়েছে শিমুলতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই বিদ্যালয়ের ভাঙন ঠেকাতে জিও ব্যাগ (বালির বস্তা) ফেলছেন পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারের লোকজন। গতকাল বৃহস্পতিবার বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার চরাঞ্চল চিত্র।

১ / ১০
ঢলের পানিতে যমুনা নদীতে প্রবল বেগে স্রোত বইছে। স্রোতের তোড়ে ভেঙে যাচ্ছে যমুনার চরাঞ্চল।
২ / ১০
চরাঞ্চলে ভাঙন ঠেকাতে স্তূপ করে রাখা হয়েছে জিও ব্যাগ (বালির বস্তা)।
৩ / ১০
যমুনায় মাছ ধরতে নেমেছে জেলেরা।
৪ / ১০
চরের মাটি কেটে জিও ব্যাগ (বালির বস্তা) তৈরি করে নিয়ে যাচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারের লোকজন।
৫ / ১০
যমুনার চরে গরুর পাল।
৬ / ১০
ঢলের পানি বাড়ায় পরিপক্ব না হওয়ার আগেই পাট কেটে নিচ্ছেন কৃষকেরা।
৭ / ১০
ঢলের পানিতে ভাঙন দেখা দিয়েছে। পাশের পথ ধরে হেঁটে যাচ্ছেন শিক্ষার্থীরা।
৮ / ১০
পাহাড়ি ঢলে ভাঙন দেখা দিয়েছে সুজাইতপুর চরে। নিজের বসতঘর নিয়ে শঙ্কায় আছেন ফেরদৌসি বেগম।
৯ / ১০
সুজাইতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রক্ষায় জিও ব্যাগ (বালির বস্তা) নৌকায় ভরে নিয়ে যাচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারের লোকজন।
১০ / ১০
সুজাইতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে জিও ব্যাগ (বালির বস্তা) পাশ দিয়ে যাচ্ছে দুই শিক্ষার্থী।