বস্তা মেরামত করে জীবিকা
বগুড়ার শেরপুর উপজেলার শেরপুর-ধুনট সড়কের পাশে হুসনাবাদ গ্রাম। গ্রামটির হাজারখানেক পরিবারের মানুষের জীবন কাটছে সুইয়ের ফোঁড়ে। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত সুইয়ে সুতা (দড়ি) ভরে অপেক্ষাকৃত নষ্ট পাটের বস্তা মেরামত করে জীবিকা নির্বাহ করেন তাঁরা। একেকজন মজুরি পান দিনে ৬০০ থেকে ৮০০ টাকা। শুধু এ গ্রামই নয়, আশপাশের ঘাটপাড়া, কাফুরা, রনবীর বালা গ্রামের মানুষেরও জীবিকার উপায় এই পেশা। ছবিগুলো সম্প্রতি তোলা।
১ / ১১
২ / ১১
৩ / ১১
৪ / ১১
৫ / ১১
৬ / ১১
৭ / ১১
৮ / ১১
৯ / ১১
১০ / ১১
১১ / ১১