হাওরের সৌন্দর্য হুড়হুড়ি

বসন্তের আগেই হাওরাঞ্চলের গাছে গাছে ফুটতে শুরু করেছে নানা জাতের ফুল। দিগন্তজোড়া হাওর এখন বোরো ফসলের মাঠ। সবুজ ফসলের পাশে এই সময়ে হাওরের কান্দায় (পতিত জমি) ফোটে নানা জাতের ফুল। হাওরাঞ্চলে বসন্তের আগে ফুটেছে হুড়হুড়ি ফুল। হাওরের পার ও বাঁধের দুই ধারে ছোখে পড়ে সারি সারি হুড়হুড়ি ফুলের গাছ। হাওরে দূর থেকে তাকালেই সবুজ ফসলের পাশাপাশি চোখে পড়বে সাদা, গোলাপি কিংবা বেগুনি রঙের ‍হুড়হুড়ি ফুল। এ ফুল এই সময়ে হাওরপারের সৌন্দর্য বাড়িয়ে দেয়।  হুড়হুড়ি—পিয়ম, হুইল্যালেটা বা ঝরনা ফুল নামেও পরিচিত। বৈজ্ঞানিক নাম ক্লিওম হাসলেরিয়ানা। ইংরেজি নাম ‘স্পাইডার ফ্লাওয়ার’। সিলেটের দক্ষিণ সুরমার পারাইর হাওরে ফোটা বসন্তের এই ফুলের ছবি নিয়ে গল্প

১ / ৯
হাওরের কান্দায় (পতিত জমি) ফুটে আছে হুড়হুড়ি ফুল
২ / ৯
এ যেন হুড়হুড়ি ফুলের রাজ্য
৩ / ৯
কাছ থেকে ফুলের সৌন্দর্য যেমন
৪ / ৯
হুড়হুড়ি ফুল ফুটে আছে। তার পাশে হাওরে মাছ শিকারে এসেছে শিশুরা
৫ / ৯
বিলের পাশে ফুটে আছে হুড়হুড়ি
৬ / ৯
হুড়হুড়ির রঙে রঙিন হয়েছে হাওরের পুরোনো গাছটি
৭ / ৯
প্রথম দেখায় মনে হবে, এ যেন তৈরি করা হুড়হুড়ি ফুলের বাগান
৮ / ৯
ফুলে বসেছে ফড়িং
৯ / ৯
কুয়াশামাখা সকালে ফুলের স্নিগ্ধ সৌন্দর্য