সাদা পাথর থেকে পাথর লুট

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ভোলাগঞ্জ সীমান্তের শূন্যরেখার কাছে সাদা পাথর পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথর। বেশ কিছুদিন ধরে সাদা পাথর এলাকা থেকে দিন-রাত পাথর লুট করছে ‘পাথরখেকোরা’। বর্তমান সময়ের জনপ্রিয় পর্যটনকেন্দ্র এটি। সাদা পাথর পর্যটনকেন্দ্র ও ধলাই নদের বিভিন্ন এলাকা থেকে চলছে পাথর উত্তোলন। বাংলাদেশ রেলওয়ের একমাত্র রজ্জুপথটি (রোপওয়ে) এখানে অবস্থিত। রোপওয়ে সংরক্ষিত এলাকায় স্থাপনা ও মাটি খুঁড়ে পাথর লুট করে নিয়ে যাওয়া হচ্ছে। সাদা পাথর থেকে পাথর লুটের ছবি নিয়ে ছবির গল্প

১ / ১০
সাদা পাথর এলাকার পূর্ব দিকে এই স্থান থেকে পাথর লুট করে নেওয়া হয়েছে
২ / ১০
বাংলাদেশ রেলওয়ের একমাত্র রজ্জুপথের সংরক্ষিত এলাকায় চলছে পাথর লুট
৩ / ১০
ক্ষতবিক্ষত রজ্জুপথের সংরক্ষিত এলাকা
৪ / ১০
দিনের পর দিন পাথর লুটের কারণে হেলে পড়েছে রজ্জুপথের খুঁটি
৫ / ১০
বারকি নৌকায় পাথর লুটের পাথর আনা হচ্ছে
৬ / ১০
এভাবেই পাথর লুটের ঘটনা ঘটছে এখানে
৭ / ১০
নৌকায় করে নেওয়া হচ্ছে লুটের পাথর
৮ / ১০
এমন বড় বড় পাথর লুট হয়েছে এই স্থান থেকে
৯ / ১০
বাংকার এলাকার চারপাশ থেকে লুট হয়েছে পাথর
১০ / ১০
লুট করা পাথর নৌকায় তোলা হচ্ছে