নির্বাচন–পরবর্তী সহিংসতা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের পরদিন দেশের কয়েকটি জায়গায় সহিংসতা হয়েছে। ঝিনাইদহ, কুষ্টিয়া, শরীয়তপুর ও মাদারীপুরে এসব সহিংসতার ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা, সংঘর্ষ হয়। এসব ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। নির্বাচনী কার্যালয় ভাঙচুর, বাড়িতে হামলা, লুটপাট এমনকি ফসলের ক্ষতি করা হয়। ছবিতে সহিংসতার চিত্র।

১ / ৬
ঝিনাইদহে নির্বাচন–পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ি। সদর উপজেলার পোড়াহাটি
ছবি: প্রথম আলো
২ / ৬
ট্রাক প্রতীকের সমর্থক ইসরাইল শেখের পেঁয়াজের চারা নষ্ট করে দেয় হামলাকারীরা। সকালে কুমারখালীর জোতমোড়া বিলে
ছবি: প্রথম আলো
৩ / ৬
কুষ্টিয়ার কুমারখালীতে নির্বাচন–পরবর্তী সহিংসতায় ভাঙচুর করা একটি বাড়ি
ছবি: প্রথম আলো
৪ / ৬
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করা হয়েছে
ছবি: প্রথম আলো
৫ / ৬
সোমবার সকাল থেকে মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় ঈগল ও নৌকার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বাড়িঘরে ভাঙচুর করা হয়। কালকিনি পৌরশহর
ছবি: প্রথম আলো
৬ / ৬
মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিজয় মিছিলে বোমা হামলায় আহত ব্যক্তিরা মাদারীপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন
ছবি: প্রথম আলো