উত্তরবঙ্গের মহাসড়কে স্বস্তির আশা নেই

এবারও পবিত্র ঈদুল ফিতরের যাত্রায় উত্তরবঙ্গের মহাসড়কে স্বস্তির আশা নেই। সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ। এই প্রকল্পের অংশ হিসেবে রংপুর-ঢাকা মহাসড়কের চার লেনের কাজ চলছে। বগুড়া শহরের দুটি প্রবেশমুখে এখনই যানজটের সৃষ্টি হচ্ছে। রংপুরের কিছু সড়কেও একই অবস্থার সৃষ্টি হয়েছে। বগুড়া ও রংপুরে এই মহাসড়ক ঘুরে কয়েকটি ছবি নিয়ে এই গল্প।

১ / ১১
রংপুর-ঢাকা মহাসড়কের চার লেনের কাজ চলছে ধীরগতিতে। ঈদযাত্রা নিয়ে শঙ্কায় মানুষ। একদিকে কাজ চলছে, আরেক দিকে সংকুচিত সড়কে চলাচল করছে যানবাহন
ছবি: মঈনুল ইসলাম
২ / ১১
একদিকে কাজ চলছে, আরেক দিকে সংকুচিত সড়কে চলাচল করছে যানবাহন। কোথাও–বা কাজ বন্ধ রয়েছে। ছবিটি গতকাল বিকেলে রংপুরের মিঠাপুকুর উপজেলার দমদমা বাজার এলাকা থেকে তোলা
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১১
সড়কের বড় অংশজুড়ে চলছে কাজ
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১১
মহাসড়ক খোঁড়াখুঁড়ি করে রাখায় উত্তরবঙ্গ থেকে বগুড়া শহরের ঢোকার প্রবেশদ্বার মাটিডালিতে প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ
ছবি: সোয়েল রানা
৫ / ১১
সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ
ছবি: সোয়েল রানা
৬ / ১১
সড়কে জমে আছে বৃষ্টির পানি। এদিকে মহাসড়কে নিষেধাজ্ঞা অমান্য করে দাপিয়ে বেড়াচ্ছে তিন চাকার যানবাহন। এতে ঘটছে দুর্ঘটনা
ছবি: সোয়েল রানা
৭ / ১১
সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলছে
ছবি: সোয়েল রানা
৮ / ১১
সড়কে দ্রুত কাজ করছেন শ্রমিকেরা
ছবি: সোয়েল রানা
৯ / ১১
নষ্ট সিএনজিচালিত অটোরিকশা টেনে নিচ্ছেন চালক
ছবি: সোয়েল রানা
১০ / ১১
এদিকে সড়কের কাজ চলছে, অন্যদিকে পাশ দিয়ে চলছে যান
ছবি: সোয়েল রানা
১১ / ১১
সড়কে দীর্ঘ যানজট
ছবি: সোয়েল রানা