আবির খেলা

গতকাল সোমবার ছিল দোলপূর্ণিমা। বসন্তের দোলপূর্ণিমা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা উদ্‌যাপন করছেন আবির উৎসব। নগরের বিভিন্ন স্থানে এ আয়োজন করা হয় আজ মঙ্গলবার। উৎসবে আবিরের রঙে মেতে উঠেছেন ছোট-বড় সবাই। সারা দেশে মন্দিরে মন্দিরে শ্রীশ্রী রাধাকৃষ্ণের দোলযাত্রা ও গৌর পূর্ণিমা উৎসব করা হয়। আর সেই উৎসবের অংশ হিসেবে চট্টগ্রাম নগরের হাজারী গলি, পাথরঘাটা, নন্দনকানন, রাজাপুকুর লেনসহ বিভিন্ন স্থানে আয়োজন করা হয় আবির উৎসব। যেখানে আবিরের রং মাখানোর আনন্দে ভেসে গেছেন হাজারো লোক। ছবিগুলো চট্টগ্রাম নগরের হাজারীগলি থেকে তোলা।

১ / ৮
মুখ দিয়ে আবির ওড়াচ্ছেন কয়েকজন
২ / ৮
গানের তালে আবির উড়িয়ে নাচছেন ছেলেরা
৩ / ৮
বাবার কাঁধে চড়ে আবির উৎসব দেখতে আসে এক শিশু
৪ / ৮
নারী-পুরুষ একসঙ্গে মেতে ওঠেন আবির খেলায়
৫ / ৮
আবির উড়িয়ে আনন্দ করছেন শত শত নারী-পুরুষ
৬ / ৮
মুখ দিয়ে আবির ওড়াচ্ছেন একজন
৭ / ৮
চুলে আবির মেখে তা দুলিয়ে নাচছেন কয়েকজন নারী
৮ / ৮
সারা মুখে আবির মেখে ছবি তুলছেন কয়েকজন