চট্টগ্রামে অরক্ষিত খাল–নালা

চট্টগ্রাম নগরীতে গত তিন বছরে খালে পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এরপরও টনক নড়ছে না চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ)। নগর–পরিকল্পনাবিদেরা বারবার বললেও নগরীর খাল ও নালায় বেষ্টনী দেওয়ার চিন্তাভাবনা আলোচনাতেই আটকে আছে। ছবিগুলো সম্প্রতি তোলা-

১ / ৯
নালার পাড় বরাবর প্রাচীরের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে শিশুসহ অনেকেই।
২ / ৯
খালের পাড়ে হাঁটার পথ। তবে তাতে নেই নিরাপত্তাবেষ্টনী।
৩ / ৯
খালে পড়ে শিশুর মৃত্যুর পর সতর্কতামূলক চিহ্ন।
৪ / ৯
খালে পড়ে শিশুর মৃত্যুর পর সেখানে বাঁশ দিয়ে অস্থায়ী বেষ্টনী দেওয়া হচ্ছে।
৫ / ৯
ভারী বৃষ্টি হলে নালা আর পাশের সড়ক নোংরা পানিতে একাকার হয়ে যায়।
৬ / ৯
বেশির ভাগ নালার ওপর নেই স্ল্যাব। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের।
৭ / ৯
চশমা খালে ডুবে মৃত্যুর ঘটনা ঘটলেও এখনো দেওয়া হয়নি নিরাপত্তাবেষ্টনী।
৮ / ৯
খালের কিছু অংশে নেই নিরাপত্তাবেষ্টনী।
৯ / ৯
চাক্তাই খাল দুই পাশেই সড়ক। কিন্তু নেই নিরাপত্তাবেষ্টনী।