আগাম তরমুজ চাষ

কালবৈশাখীর মৌসুমে ঝড়-শিলাবৃষ্টিতে খেতে থাকা তরমুজ ক্ষতিগ্রস্ত হয়। এ জন্য পটুয়াখালী উপকূলের কৃষকেরা আগাম তরমুজ চাষে ঝুঁকেছেন। তাঁরা প্রথমে পলিব্যাগে চারা উৎপাদন করেন। পরে সেসব চারা জমিতে বোনেন। এভাবেই আবাদ করেন আগাম তরমুজ। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ঘুরে ছবিগুলো সম্প্রতি তোলা।

১ / ৮
ছোট পলিব্যাগে তরমুজের চারা গজিয়েছে।
২ / ৮
বাড়ির উঠানে পলিব্যাগে তরমুজের চারা।
৩ / ৮
জমিতে তরমুজের চারা বোনা হচ্ছে।
৪ / ৮
তরমুজের চারা পলিব্যাগ থেকে বের করা হচ্ছে।
৫ / ৮
চারা বোনার কাজ করেন নারীরাও।
৬ / ৮
চারা বোনার পর জমিতে পানি দেওয়া হয়।
৭ / ৮
দল বেঁধে চলছে তরমুজের চারা বোনার কাজ।
৮ / ৮
কাজের ফাঁকে জমির পাশে শিশু কোলে দাঁড়িয়ে এক নারী।