লুসাই ছড়া থেকে পানি সংগ্রহের সংগ্রাম
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুইলুইপাড়ার উঁচু পাহাড়ে অর্ধশত পরিবারের বসবাস। উপজেলার সাজেক ইউনিয়নের মধ্যে পড়েছে এলাকাটি। এ গ্রামের অধিবাসীদের পানির প্রধান উৎস ছড়া। প্রায় এক কিলোমিটার পথ পেরিয়ে সারা বছর পাহাড়ের পাদদেশের লুসাই ছড়া থেকে পানি সংগ্রহ করেন স্থানীয় লোকজন। প্রতিটি পরিবার দিনে তিন থেকে চারবার পানি সংগ্রহ করে। পাহাড়ের নারীদের পানি আনতে দিনের অনেকটা সময় শেষ হয়ে যায়। বয়স্ক নারীরা ঘটা করে সপ্তাহে এক দিন ফুল–পূজা দেন ছড়ার মুখে, যেন পানি শুকিয়ে না যায়। নারীরা একে অপরের সঙ্গে মিলেমিশে পানি সংগ্রহ করেন। পানিভর্তি বোতল ঝুড়িতে ভরে মাথায় ঝুলিয়ে পাহাড় ডিঙিয়ে ঘরে নিয়ে আসতে প্রচণ্ড কষ্ট হয়। পাহাড়ের পাদদেশের এই লুসাই ছড়া থেকে পানি সংগ্রহ এক নিত্যসংগ্রাম। তা নিয়েই ছবির গল্প:
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯