হাওরের জলে হাঁসের স্নান
সোনালি রোদে ঝিলমিল করছে হাওরের পানি। সেই পানিতেই রাজহাঁসের দল মেতে উঠেছে স্নানে; ডানা মেলে পানি ছিটাচ্ছে চারদিকে। কখনো সারি বেঁধে ধীরে ভেসে চলে রাজহাঁসের দল। রাজহাঁসের দোলায় পানির বুকে তৈরি হয় ছোট ছোট ঢেউ। কোনোটি আবার মুখ ডুবিয়ে খাবার খুঁজছে। এভাবে রাজহাঁসের কলরবে শান্ত হাওর হয়ে ওঠে প্রাণবন্ত। ছবিগুলো সিলেট সদরের বাউয়ারকান্দি হাওর থেকে তোলা—
১ / ৮
২ / ৮
৩ / ৮
৪ / ৮
৫ / ৮
৬ / ৮
৭ / ৮
৮ / ৮