যমুনার চরের মিষ্টিকুমড়া

যমুনার চরাঞ্চলে এবার মিষ্টিকুমড়ার ব্যাপক ফলন হয়েছে। দামও ভালো, তাই চাষিরাও খুশি। কৃষি বিভাগের তথ্যমতে, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলের ৬৮০ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। এর মধ্যে মিষ্টিকুমড়ার আবাদ হয়েছে প্রায় ১৪০ হেক্টর জমিতে। চাষিরা বালুচর থেকে মিষ্টিকুমড়া তুলে সেখানেই বাজারজাত করছেন। পাইকারি দরে প্রতি কেজি মিষ্টিকুমড়া ২০ থেকে ২২ টাকায় বিক্রি হচ্ছে। যমুনার চরাঞ্চলে মিষ্টিকুমড়ার আবাদ নিয়ে এই ছবির গল্প।

১ / ১০
বালুজর থেকে মিষ্টিকুমড়া তুলে বিক্রির জন্য এভাবে স্তূপ করে রাখা হচ্ছে
২ / ১০
দুর্গম পথ পেরিয়ে ট্রলিতে করে মিষ্টিকুমড়া নিয়ে যাচ্ছেন চাষিরা
৩ / ১০
অধিকাংশ চাষি যমুনার চর থেকে ঘোড়ার গাড়িতে করে মিষ্টিকুমড়া নিয়ে যান
৪ / ১০
বিক্রির জন্য ট্রলি থেকে মিষ্টিকুমড়া নামাচ্ছেন চাষিরা
৫ / ১০
বিক্রির জন্য দরদাম করে মিষ্টিকুমড়া ওজন করা হচ্ছে
৬ / ১০
বড় আকৃতির মিষ্টিকুমড়া নিয়ে পাইকারের দৃষ্টি আকর্ষণ করছেন এই ব্যক্তি
৭ / ১০
মিষ্টিকুমড়া বস্তায় ভরার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা
৮ / ১০
বস্তাভর্তি মিষ্টিকুমড়া এবার ট্রাকে তোলা হবে
৯ / ১০
এসব মিষ্টিকুমড়া রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে বিক্রি করা হবে
১০ / ১০
বস্তার মুখ সেলাই করছেন স্থানীয় শ্রমিক