আট জেলায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রথম আলোর উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। দেশের ৬৪ জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এ সংবর্ধনা দেওয়া হচ্ছে। এবারের সংবর্ধনা পাওয়ার্ড বাই ‘বিকাশ’। সহযোগিতা করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা। গতকাল শুক্রবার ও আজ শনিবার সংবর্ধনা দেওয়া হয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, টাঙ্গাইল, গাইবান্ধা, নেত্রকোনা, নোয়াখালী ও শেরপুর জেলায়। সংবর্ধনা অনুষ্ঠানের কিছু মুহূর্ত উঠে এসেছে এবারের ছবির গল্পে।

১ / ১২
শিখো-প্রথম আলোর আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে কৃতী শিক্ষার্থীদের একাংশ
ছবি: এম সাদেক
২ / ১২
শিক্ষাজীবনের অন্যতম বড় অর্জন জিপিএ–৫। সংবর্ধনা অনুষ্ঠানের বাইরে শিক্ষার্থীরা দল বেঁধে ক্যামেরার সামনে দাঁড়িয়েছে ছবি তোলার জন্য
ছবি: এম সাদেক
৩ / ১২
হবিগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল শিক্ষার্থীরা
ছবি: আনিস মাহমুদ
৪ / ১২
সংবর্ধনা অনুষ্ঠানে হবিগঞ্জের শিক্ষার্থীরা হাত তুলে মাদক, মিথ্যা ও মুখস্থকে না বলে সহমত জানায়
ছবি: আনিস মাহমুদ
৫ / ১২
হবিগঞ্জ শিল্পকলা একাডেমির মাঠে সংবর্ধনার ক্রেস্ট হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
ছবি: আনিস মাহমুদ
৬ / ১২
বৃষ্টি উপেক্ষা করে টাঙ্গাইলে গানের সঙ্গে সুর মেলাচ্ছে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীরা। বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজ
ছবি: প্রথম আলো
৭ / ১২
শুক্রবার কুমিল্লা জিলা স্কুল মাঠে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়
ছবি: এম সাদেক
৮ / ১২
গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে শুক্রবার নেচে–গেয়ে উদ্‌যাপন করে কৃতী শিক্ষার্থীরা
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১২
শুক্রবার গাইবান্ধায় সংবর্ধনা অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতেছে শিক্ষার্থীরা
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১২
নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার সংবর্ধনায় আসা এক শিক্ষার্থী নিজের অনুভূতি জানাচ্ছে
ছবি: প্রথম আলো
১১ / ১২
নেত্রকোনা দত্ত উচ্চবিদ্যালয় মাঠে শুক্রবার বন্ধুদের সঙ্গে সেলফি তুলছে সংবর্ধনায় অংশ নেওয়া কৃতী শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো
১২ / ১২
শেরপুরে শুক্রবার সংবর্ধনা অনুষ্ঠানে সমবেত কণ্ঠে সংগীত পরিবেশন করেন নন্দন সংগীত নিকেতনের শিল্পীরা
ছবি: দেবাশীষ সাহা রায়