চড়ুই পাখির কিচিরমিচির

চড়ুই পাখি লোকালয়ে অর্থাৎ জনবসতির মধ্যে থাকতে বেশি ভালোবাসে। তাই এদের ইংরেজি নাম হাউস স্প্যারো অর্থাৎ ‘বাসাবাড়ির চড়ুই’। শস্য খুঁটে খায় বলে কোথাও কোথাও এদের ‘খেতখামারের বালাই’ হিসেবে চিহ্নিত করা হয়। বাংলাদেশে দুই প্রজাতির চড়ুই বাস করে। পাতি চড়ুই ও গেছো চড়ুই। পাতি চড়ুই আমাদের গৃহের বাসিন্দা। অপর দিকে গেছো চড়ুই ঝোপঝাড়ের বাসিন্দা। এরা দলবদ্ধভাবে এক স্থান থেকে অন্য স্থানে ছুটে চলে। শস্যদানা ও আগাছার বীজ এদের প্রধান খাদ্য। ছবিগুলো বগুড়া ভাটকান্দি থেকে তোলা

১ / ৮
খড়কুটো থেকে শস্যদানা খুঁজে খাচ্ছে একঝাঁক চড়ুই পাখি।
২ / ৮
সবুজ ঘাসে চড়ুই পাখি।
৩ / ৮
শজনে গাছে বিশ্রাম নিচ্ছে।
৪ / ৮
প্রজনন মৌসুমে পাতি চড়ুই খড়কুটো, কাঠি, শুকনা ঘাস ও পালক দিয়ে মানুষের ঘরে বাসা বানায়।
৫ / ৮
ছানার মুখে খাবার তুলে দিচ্ছে চড়ুই।
৬ / ৮
চড়ুই আমাদের ঘরের কাছের এক ফুর্তিবাজ, অমায়িক ও ভদ্র পাখি। মানুষের গৃহে বাসা বাঁধে, তাদের ফেলে দেওয়া খাবার খায় এবং খুব সহজেই মানুষের বন্ধু বনে যায়।
৭ / ৮
শ্রমনিষ্ঠ এ পাখি সারা দিন খুঁজে বেড়ায় আহার।
৮ / ৮
খাবার শেষে দল বেঁধে এক স্থান থেকে অন্য স্থানে যায়।