নারীদের ডোঙাবাইচ

ডোঙা বেশ হালকা ও সরু নৌযান। খুলনার ডুমুরিয়া এলাকায় এর বেশ চল রয়েছে। এ অঞ্চলের নারীরাও এ নৌযান চালাতে বেশ পারদর্শী। বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে উপজেলার রংপুর এলাকার কাটাখালে আয়োজন করা হয় নারীদের ডোঙাবাইচ। গত শুক্রবার আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় ৪৫টি দল। সেই ডোঙাবাইচ নিয়ে এ ছবির গল্প।

১ / ১২
প্রতিযোগিতায় অংশ নিতে খাল হয়ে ডোঙা নিয়ে আসছেন তিন নারী।
২ / ১২
প্রতিযোগিতা শুরুর আগে ডোঙাগুলো এক স্থানে জড়ো করা হয়।
৩ / ১২
লাল পেড়ে সাদা শাড়ি। মাথায় গামছা। হাতে বইঠা নিয়ে প্রতিযোগিতার জন্য প্রস্তুত নারী।
৪ / ১২
প্রতিযোগিতা শুরুর অপেক্ষায় নারীরা।
৫ / ১২
ডোঙাবাইচ দেখতে খালপাড়ে দর্শকদের ভিড়।
৬ / ১২
খালপাড় ঘেঁষে ডোঙায় প্রতিযোগীদের অবস্থান।
৭ / ১২
ডোঙাবাইচের একটি মুহূর্ত।
৮ / ১২
প্রতিযোগীরা বইঠা চালাচ্ছেন ক্ষিপ্রতায়।
৯ / ১২
প্রতিটি ডোঙায় চারজন করে প্রতিযোগী।
১০ / ১২
প্রতিযোগিতার সময় ডোঙায় ওঠা পানি সেচছেন এক নারী।
১১ / ১২
বইঠার টানে আরও বেশি গতিতে ডোঙাকে সামনে নেওয়ার চেষ্টা।
১২ / ১২
প্রথম হয় নারীদের এই দল।