জেলায় জেলায় বিক্ষোভ-প্রতিবাদ

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গ্রেপ্তার ও নিপীড়নের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়গুলোসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষক, শিক্ষার্থী ও শিল্পীরা। আজ বৃহস্পতিবার শিক্ষার্থীদের ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ ও মিছিল করেন তাঁরা। দেয়াল ও সড়কে লেখা হয় প্রতিবাদী নানা স্লোগান।

১ / ১২
বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে প্রতিবাদী বক্তব্যসংবলিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচি করেন শিক্ষার্থীরা
ছবি: সাইয়ান
২ / ১২
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড়মাঠে জাগরণের গান, আবৃত্তি, নাটিকা ও মোমবাতি প্রজ্বালন করেন শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো
৩ / ১২
বগুড়া শহরের জলেশ্বরীতলা কালীবাড়ি মোড়ে সড়কে বক্তব্য লেখার মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন দাবি তুলে ধরেন
ছবি: সোয়েল রানা
৪ / ১২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে নিপীড়নবিরোধী শিক্ষক সমাবেশ
ছবি: দীপু মালাকার
৫ / ১২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে ‘পারফরম্যান্স আর্টের’ মাধ্যমে প্রতিবাদী বক্তব্য তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা
ছবি: শামসুজ্জামান
৬ / ১২
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মৌন মিছিল
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১২
নোয়াখালীর মাইজদীতে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি পালন
ছবি: প্রথম আলো
৮ / ১২
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের মিছিলে লাঠিপেটা করে পুলিশ। একজনকে আটক করা হয়
ছবি: আনিস মাহমুদ
৯ / ১২
পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দেয়ালে বিভিন্ন প্রতিবাদী বক্তব্য লেখেন শিক্ষার্থীরা
ছবি: রাজিউর রহমান।
১০ / ১২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে দেয়াললিখন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা
ছবি: শহীদুল ইসলাম
১১ / ১২
পুলিশের বাধার মুখে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে যেতে না পেরে ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’–এর ব্যানারে ফার্মগেটে সমাবেশ করেন অভিনয়শিল্পী ও কলাকুশলীরা
ছবি: জাহিদুল করিম
১২ / ১২
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের ধাওয়ার পর নগরের আখালিয়া এলাকায় সড়কের এক পাশে দাঁড়িয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় সড়কে বিভিন্ন স্লোগান লেখেন তাঁরা
ছবি: আনিস মাহমুদ