প্রকৃতি সাজছে নতুনরূপে

ঝরাপাতার দিন শেষে নানা জাতের গাছে এসেছে কচি পাতা। কদিন আগের ন্যাড়া গাছগুলো সেজেছে নবপল্লবে। পাহাড়-টিলার বনে যেদিকে চোখ যায়, শুধু সবুজ কচি পাতার আলোর নাচন। গত রোববার সিলেটের লাক্কাতুরা, দলদলি রাবার বাগান, বালুচর ও দক্ষিণ সুরমা থেকে তোলা ছবি নিয়ে এবারের ছবির গল্প।

১ / ১০
চোখজুড়ানো কচি পাতা। প্রকৃতি সাজছে নতুন রূপে।
২ / ১০
কদিন আগের পাতা ঝরে ন্যাড়া গাছগুলো সেজেছে নবপল্লবে।
৩ / ১০
গাছের ডালে ডালে রঙিন কচি পাতা।
৪ / ১০
পুরোনো পাতা ঝরে গিয়ে রেইনট্রিগাছে এসেছে নতুন পাতা।
৫ / ১০
নতুন পাতায় মোড়ানো টিলার এই গাছ।
৬ / ১০
ধীরে ধীরে সব গাছে নতুন পাতা আসছে।
৭ / ১০
নতুন পাতায় ভরে গেছে জামগাছ।
৮ / ১০
রাবারগাছ নতুন পাতায় ভরপুর।
৯ / ১০
খালের পাশের ছোট ডালে নতুন পাতা।
১০ / ১০
গাছের ডালে নতুন প্রাণ।