খেটে খাওয়া মানুষেরা

সকাল থেকে সন্ধ্যা অবধি ঘাম ঝরিয়ে উপার্জন করেন দিনমজুরেরা। তবে অনেকেই পান না শ্রমের ন্যায্যমূল্য। পেটের দায়ে তবু প্রতিদিন কাজে নামতে হয় তাঁদের। গতকাল (৩০ এপ্রিল) দেশের বিভিন্ন এলাকা থেকে ছবিগুলো তোলা।

১ / ১২
ইটভাটায় ধুলামাখা পরিবেশে কাজ করছেন এক শ্রমিক। প্রতি হাজার ইট বয়ে মজুরি পান ২০০ টাকা। চকআলম গ্রাম, বগুড়া
ছবি: সোয়েল রানা
২ / ১২
রোদের মধ্যে কয়লা খালাসের কাজ করছেন শ্রমিকেরা। তিন বছর আগে যে মজুরি পেতেন, এখনো সেই মজুরি পাচ্ছেন তাঁরা। অথচ এই সময়ে নিত্যপণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। ধান গবেষণা সড়ক, বরিশাল
ছবি: সাইয়ান
৩ / ১২
গরমে রোদে পুড়ে কাজ করছেন এক শ্রমিক। পান্ডারদীঘি এলাকা, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১২
মাথায় করে ইট নিয়ে যাচ্ছেন এক শ্রমিক। রত্নমোহন মেম্বার পাড়া, দীঘিনালা, খাগড়াছড়ি
ছবি: পলাশ বড়ুয়া
৫ / ১২
ট্রলার থেকে সিমেন্টের বস্তা মাথায় করে ট্রাকে তুলছেন শ্রমিকেরা। মঞ্জু মিয়ার বালুরঘাট, হাজীগঞ্জ, চাঁদপুর
ছবি: এম সাদেক
৬ / ১২
ইউক্রেন থেকে আমদানি করা গম চট্টগ্রাম বন্দর হয়ে জাহাজে করে এসেছে নারায়ণগঞ্জে। জাহাজ থেকে মিলে নেওয়ার জন্য বস্তায় গম ভরছেন শ্রমিকেরা। পুরুষের পাশাপাশি সমানতালে কাজ করছেন নারীরা। কেরোসিন ঘাট এলাকা, নিতাইগঞ্জ, নারায়ণগঞ্জ
ছবি: দিনার মাহমুদ
৭ / ১২
ট্রলার থেকে কাঁঠাল নিয়ে আসছেন শ্রমিকেরা। সেগুলো তোলা হবে ট্রাকে। একেকজন শ্রমিকের মজুরি ৬০০ থেকে ১০০০ টাকা। ট্রাক টার্মিনাল, রাঙামাটি
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১২
তপ্ত দুপুরে কঠোর পরিশ্রম করেন ইটভাটার শ্রমিকেরা। দিনে ১২ ঘণ্টা কাজ করে ৭০০ থেকে ৮০০ টাকা মজুরি পান। এই উপার্জনেই চলে তাঁদের সংসার। ভাটবাউর, সদর উপজেলা, মানিকগঞ্জ
ছবি: আব্দুল মোমিন
৯ / ১২
কুঠারের আঘাতে টুকরা টুকরা হয়ে যাচ্ছে কাঠ। প্রতিদিন ২০ থেকে ২২ মণ কাঠ কাটতে পারেন ঠান্টু প্রামাণিক। এই কাজের জন্য মজুরি হিসেবে পান ৮০০ টাকা। তাতেই চলে তাঁর সংসার। নাজিরপুর, পাবনা
ছবি: হাসান মাহমুদ
১০ / ১২
দৈনিক ছয় থেকে সাত ঘণ্টা রোদে জাল শুকানোর কাজ করেন এই শ্রমিকেরা। মজুরি পান ৫০০ টাকা। কাটাছিড়া, রাঙামাটি
ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১২
আমদানি করা নিত্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জ। সেখানে গাড়ি থেকে পণ্য ওঠানো–নামানোসহ গুদামজাত করার কাজ করেন শ্রমিকেরা। প্রতি বস্তা পণ্য ওঠানো–নামানোর জন্য পান ১৫ টাকা। একজন শ্রমিক সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করে ৫০০ থেকে ৬০০ টাকা আয় করেন। খাতুনগঞ্জ, চট্টগ্রাম
ছবি: জুয়েল শীল
১২ / ১২
প্রখর রোদের মধ্যে কার্গো জাহাজ থেকে খাদ্য অধিপ্তরের গম ট্রাকে তুলছেন শ্রমিকেরা। বস্তাপ্রতি শ্রমিকেরা মজুরি পান ৪ টাকা। ৭ নং রুজভেল্ট ঘাট, খুলনা
ছবি: সাদ্দাম হোসেন