খেলার আনন্দ

হেমন্তের বিকেলের নরম রোদে গ্রামের মাঠঘাট যেন মায়াবী রূপ নেয়। চারদিকে সোনালি আলো, হালকা হাওয়া। ধানখেতের পাশে ফাঁকা জায়গায় শিশুরা মেতেছে ফুটবল, ক্রিকেট খেলায়। চোখে-মুখে উচ্ছ্বাস। হেমন্তের বিকেলের এই মুহূর্তগুলোই হয়ে ওঠে গ্রামবাংলার সবচেয়ে সুন্দর দৃশ্যে। সিলেট সদরের মানসীনগর থেকে তোলা ছবিতে শিশু-কিশোরদের আনন্দ-উচ্ছ্বাসে প্রাণবন্ত এক বিকেল:

১ / ৮
ফুটবল খেলতে যাচ্ছে এক শিশু
২ / ৮
চলছে খেলা শুরুর প্রস্তুতি
৩ / ৮
ফুটবল খেলছে শিশু-কিশোরেরা
৪ / ৮
বল পায়ে মাঠে এক শিশু
৫ / ৮
এক পাশে চলছে বড়দের ফুটবল খেলা
৬ / ৮
কেউ খেলছে, কেউ সাইকেল নিয়ে এসেছে খেলা দেখতে
৭ / ৮
কেউ কেউ আবার মেতেছে ক্রিকেট খেলছে
৮ / ৮
ছোট মাঠে ফুটবল খেলছে পাঁচ শিশু