জয়দেবপুরে দুই ট্রেনের সংঘর্ষ

গাজীপুরের জয়দেবপুর স্টেশনে তেলবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে স্টেশনের দক্ষিণে আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে। এ সময় মালবাহী ট্রেনের পাঁচটি কোচ ও তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত ও চারজন আহত হয়েছেন। এ ঘটনার পর জয়দেবপুর স্টেশন দিয়ে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিম রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে দুই ঘণ্টা পর বিকল্প লাইনে ট্রেন চলাচল শুরু হয়।

১ / ৮
তেলবাহী ও যাত্রীবাহী ট্রেনের (দুই ইঞ্জিন) মুখোমুখি সংঘর্ষ।
২ / ৮
মুখোমুখি সংঘর্ষের পর রেললাইন থেকে বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়।
৩ / ৮
রেললাইন থেকে পড়ে গেছে তেলবাহী ট্রেনের চাকা।
৪ / ৮
দুর্ঘটনার পর অনেক যাত্রী ট্রেন থেকে নেমে যান।
৫ / ৮
সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে যাত্রীবাহী ট্রেনের কোচ।
৬ / ৮
বগি লাইনচ্যুত হয়ে তেলবাহী ট্রেনের ওয়াগনগুলো আঁকাবাঁকা হয়ে গেছে।
৭ / ৮
খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজে যোগ দিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
৮ / ৮
দুর্ঘটনাস্থলে স্থানীয় উৎসুক জনতার ভিড়।