১ / ১০
সাধারণত জলপাই-বাদামি রঙের চিড়িং মাছ দেখা গেলেও এই মাছটির রং ও সৌন্দর্য চোখধাঁধানোর মতো।
২ / ১০
মাটির গর্তে বসবাস করলেও জোয়ারের পানি এলে গাছের শিকড়ে আশ্রয় নেয় ওরা।
৩ / ১০
এক স্থান থেকে অন্য স্থানে লাফিয়ে চলতে পারে এই মাছ।
৪ / ১০
দীর্ঘ সময় পানিতে থাকতে পারে না মাছটি।
৫ / ১০
জোয়ারের পানিতে সব ডুবে যাওয়ায় শ্বাসমূলে আশ্রয় নিয়েছে নীল মাছটি।
৬ / ১০
পিঠের পাখনা প্রসারিত করলে আগুনরাঙা লাল রং চোখে পড়ে।
৭ / ১০
অন্য রঙের চিড়িং মাছও রয়েছে আশপাশে।
৮ / ১০
গাছের শ্বাসমূলে বসে আছে মাছটি।
৯ / ১০
পাশ থেকেই মাছটি দেখতে বেশি সুন্দর।
১০ / ১০
পানির ওপরে মুখ দিয়ে শ্বাস নেওয়ার সময় বুকও প্রসারিত করে মাছটি।