১ / ৮
শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর।
২ / ৮
মূল ভবনের সামনে রয়েছে একটি ঝরনা। তবে অবহেলায় পড়ে আছে সেটি।
৩ / ৮
ইনকিউবেটরে অন্তত ১২টি প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করতে পারবে।
৪ / ৮
কাচ দিয়ে তৈরি সুরম্য ভবনের ছাদে রয়েছে বসার জন্য খোলামেলা অনেক জায়গা।
৫ / ৮
পাখির চোখে এমনই দেখা যায় শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের মূল ভবন।
৬ / ৮
প্রতিটি তলা পাঁচ হাজার বর্গফুট করে। ভবনের মোট আয়তন ৫০ হাজার বর্গফুট।
৭ / ৮
অলস পড়ে থাকায় ভবনের ভেতরে ক্যানটিনের আসবাবে জমেছে ধুলাবালু।
৮ / ৮
ইনকিউবেশন ভবনের পাশেই শেখ জামাল ও রোজী জামালের নামে নারী ও পুরুষদের জন্য রয়েছে পৃথক দুটি চারতলাবিশিষ্ট ডরমিটরি। প্রতি ডরমিটরিতে ৪০টি কক্ষ আছে।