দেশের প্রথম ক্যাম্পাসভিত্তিক আইটি বিজনেস ইনকিউবেটর
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ৪ দশমিক ৭ একর জায়গার ওপর নির্মাণ করা হয়েছে দেশের প্রথম ক্যাম্পাসভিত্তিক আইটি বিজনেস ইনকিউবেটর। নির্মাণকাজ শুরু হয় ২০১৭ সালে। গত বছরের জুলাইয়ে নির্মাণকাজ শেষে উদ্বোধনও করা হয়। কিন্তু ১১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত অবকাঠামোটির দরজা বেশির ভাগ সময় বন্ধ থাকছে। যদিও শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং বিশ্ববিদ্যালয় ও তথ্যপ্রযুক্তিশিল্পের কার্যকর সংযোগ স্থাপন ছিল এর মূল লক্ষ্য।