দেশের প্রথম ক্যাম্পাসভিত্তিক আইটি বিজনেস ইনকিউবেটর

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ৪ দশমিক ৭ একর জায়গার ওপর নির্মাণ করা হয়েছে দেশের প্রথম ক্যাম্পাসভিত্তিক আইটি বিজনেস ইনকিউবেটর। নির্মাণকাজ শুরু হয় ২০১৭ সালে। গত বছরের জুলাইয়ে নির্মাণকাজ শেষে উদ্বোধনও করা হয়। কিন্তু ১১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত অবকাঠামোটির দরজা বেশির ভাগ সময় বন্ধ থাকছে। যদিও শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং বিশ্ববিদ্যালয় ও তথ্যপ্রযুক্তিশিল্পের কার্যকর সংযোগ স্থাপন ছিল এর মূল লক্ষ্য।

১ / ৮
শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর।
২ / ৮
মূল ভবনের সামনে রয়েছে একটি ঝরনা। তবে অবহেলায় পড়ে আছে সেটি।
৩ / ৮
ইনকিউবেটরে অন্তত ১২টি প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করতে পারবে।
৪ / ৮
কাচ দিয়ে তৈরি সুরম্য ভবনের ছাদে রয়েছে বসার জন্য খোলামেলা অনেক জায়গা।
৫ / ৮
পাখির চোখে এমনই দেখা যায় শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের মূল ভবন।
৬ / ৮
প্রতিটি তলা পাঁচ হাজার বর্গফুট করে। ভবনের মোট আয়তন ৫০ হাজার বর্গফুট।
৭ / ৮
অলস পড়ে থাকায় ভবনের ভেতরে ক্যানটিনের আসবাবে জমেছে ধুলাবালু।
৮ / ৮
ইনকিউবেশন ভবনের পাশেই শেখ জামাল ও রোজী জামালের নামে নারী ও পুরুষদের জন্য রয়েছে পৃথক দুটি চারতলাবিশিষ্ট ডরমিটরি। প্রতি ডরমিটরিতে ৪০টি কক্ষ আছে।