তিস্তার চরে ফুটবল খেলা

তিস্তা নদীর পানি শুকিয়ে জেগে উঠেছে চর। সম্প্রতি সেই চরে ফুটবল খেলায় মেতে ওঠে একদল শিশু-কিশোর। সেসব কিশোরের দুরন্তপনার কিছু ছবি নিয়ে এই ছবির গল্প সাজানো হয়েছে। রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকা থেকে ছবিগুলো তোলা।

১ / ৮
হাঁটুপানি পেরিয়ে চরে খেলতে যাচ্ছে এই শিশু-কিশোরেরা
২ / ৮
ফুটবল খেলা চলছে
৩ / ৮
খেলতে খেলতে বল পানিতে পড়ে গিয়েছিল। তা কুড়িয়ে আনছে এক কিশোর
৪ / ৮
গোলবারের সামনে চলছে দুপক্ষের খেলোয়াড়ের লড়াই
৫ / ৮
নদীর পানির কাছ দিয়ে একজন বল নিয়ে দৌড়াচ্ছে
৬ / ৮
গোল ঠেকিয়ে দিতে পেরে আনন্দিত গোলরক্ষক
৭ / ৮
বল ভেতর দিয়ে গেছে, নাকি ওপর দিয়ে—এ নিয়ে তর্ক চলছে। বয়সে বড় একজন দর্শকের কাছে সমাধান চাইছে ওরা
৮ / ৮
খেলা শেষ। বাড়িতে ফেরার আগে বল ধুয়ে নিচ্ছে এক কিশোর