২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

রায়েরবাজারে সবজি কেনাবেচা

ঢাকার রায়েরবাজারে শাকসবজির পাইকারি বাজারে আশপাশের এলাকা থেকে সবজি আসছে কম। এখন যেসব সবজি আসছে, তার বেশির ভাগই দূরদূরান্ত থেকে আসা। তাই সবজির দাম অনেকটাই চড়া। খুচরা বিক্রেতাদেরও সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে। বিকিকিনিতেও নেই তেমন ভিড়। আজ সোমবার ভোর ছয়টার দিকে ছবিগুলো তোলা।

১ / ১০
সবজি সাজিয়ে দাম হাঁকাচ্ছেন পাইকারি বিক্রেতারা।
২ / ১০
ভ্যানে করে কচুশাক এনে বাজারে সাজাচ্ছেন এক চাষি।
৩ / ১০
ট্রাক থেকে আলু নামিয়ে আড়তে নিয়ে যাচ্ছেন এক শ্রমিক।
৪ / ১০
লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৪০০ টাকা পাল্লা (৫ কেজি)।
৫ / ১০
মিন্তির মাথায় সবজির ঝাঁকা।
৬ / ১০
বিদেশ থেকে আসা টমেটো সাজিয়ে রাখা হয়েছে ক্যারেটে।
৭ / ১০
পাইকারি মূল্যে সবজি বিক্রি করে টাকা রাখছেন পলিথিনে।
৮ / ১০
কেজি প্রতি ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁপে।
৯ / ১০
সবজি কিনে বাজার থেকে বের হচ্ছেন এক খুচরা বিক্রেতা।
১০ / ১০
ভ্যানভর্তি সবজি কিনে আশপাশের এলাকার বাজারে নিয়ে যাওয়া হচ্ছে।