বাহারি পিঠা উৎসব
হিম হিম শীতের বাতাস, উষ্ণতা ছড়ায় পিঠাপুলির সুবাস—এই স্লোগানে বগুড়া শহরে হয়ে গেল দুই দিনের পিঠা উৎসব। বিক্রির জন্য বেশ কয়েকটি স্টলে বাহারি পিঠার পসরা সাজিয়ে বসেছিলেন বিক্রেতারা। তেল পিঠা, নকশি পিঠা, ডিম ঝাল পিঠা, তাল পিঠা, মুগ পাকন পিঠাসহ নানা রকমের পিঠা রাখা হয়েছিল। গত শুক্রবার বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনের রোমেনা আফাজ মঞ্চে পিঠা উৎসবের উদ্বোধন হয়। সাংস্কৃতিক সংগঠন ভোর হলো ও লিটল থিয়েটার ছিল এ পিঠা উৎসবের আয়োজক। উৎসব প্রাঙ্গণে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে। শনিবার নাটক ও পুরস্কার বিতরণের মাধ্যমে দুই দিনব্যাপী পিঠা উৎসবের সমাপনী হয়।