খাসিয়াদের উৎসব ‘সেং কুটস্নেম’

খাসিয়া (খাসি) সম্প্রদায়ের মানুষের পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব ‘খাসি সেং কুটস্নেম’। মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়ার খাসিয়াপুঞ্জিতে গত শনিবার এই উৎসব অনুষ্ঠিত হয়। নেচে–গেয়ে, নানা প্রতিযোগিতায় এদিন উৎসবে মাতেন খাসি জনগোষ্ঠীর লোকজন। সেখানে ছবিগুলো তোলা—

১ / ৯
উৎসব ঘিরে নানা রঙে সাজানো হয়েছে পুরো মাঠ
২ / ৯
ঐতিহ্যবাহী নাচের ছন্দে খাসি সম্প্রদায়ের শিল্পীরা
৩ / ৯
খাসি সম্প্রদায়ের নারীদের পান বাছাই চলছে
৪ / ৯
তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠার খেলায় মত্ত একজন
৫ / ৯
নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে সেজে উৎসবে এসেছেন এক খাসি তরুণী
৬ / ৯
মাথায় ঐতিহ্যবাহী পাগড়ি বেঁধে দিচ্ছেন এক যুবক
৭ / ৯
উৎসবের মেলায় বসেছে নানা প্রয়োজনীয় জিনিসের দোকান
৮ / ৯
তির-ধনুক দিয়ে লক্ষ্যভেদের প্রতিযোগিতা হয়েছে
৯ / ৯
উৎসব প্রাঙ্গণে বাঁশ ও নারকেল পাতা দিয়ে তৈরি অস্থায়ী স্টলগুলোয় দর্শনার্থীদের ভিড়